২০০৪ সালে প্রতিষ্ঠিত নাচোল পৌরসভা জেলা সদর চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ২৮ কিঃ মিঃ এবং রাজধানী ঢাকা থেকে ৩৫০ কিঃ মিঃ দুরে অবস্থিত। হাজি মোঃ দানেশের তেভাগা আন্দোলন ও ইলা মিত্রের সাঁওতাল বিদ্রোহের জন্য নাচোল বিখ্যাত। এখানকার আবহাওয়া অত্যন্ত শুস্ক এবং গড় বৃষ্টিপাতের পরিমান অন্যান্য এলাকার চেয়ে অনেক কম। নাচোলের ভূ-প্রকৃতি কোথাও উঁচু কোথাও নিচু। এখানকার মাটি খুব শক্ত এবং মাটির রঙ কোথাও লালচে কোথাও হলদে আবার কোথাও ধুসর। এখানে মূলত ধান, গম ও ভুট্টার উৎপাদন খুব ভাল হয়। এজন্য বরেন্দ্র ভূমিকে খাদ্য শস্যের ভান্ডার বলা হয়।